শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা।
আর সুশিক্ষার পূর্বশর্ত হচ্ছে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। একটি আদর্শ
শিক্ষা প্রতিষ্ঠানেই পারে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার যথার্থ বিকাশ ঘটাতে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, গাজিপুর সিটি করপোরেশন এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের
সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে সচেতন অভিভাবকগন তাঁদের সন্তানদের পড়ালেখার প্রয়োজনে
দূর-দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করছেন।
এই উপলদ্ধি থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায়
“রাহিমা-ফজল মডেল স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত অধিকার। একটি শিশুর জন্ম হয় অপরিসীম সম্ভাবনা নিয়ে।
এমন একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, যেখানে শিশুকে কখনোই প্রত্যাখ্যান
করা হয় না। যে শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিশুর শেখার ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু
হয়ে ওঠে।
যেখানে প্রতিটি শিশুর প্রতি ব্যক্তিগত, শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং
আধ্যাত্মিক শক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়—সেই স্বপ্ন নিয়েই
আমাদের পথচলা।
দক্ষ নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
শৃঙ্খলা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তি। শৃঙ্খলার মধ্য দিয়েই
শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা ও নৈতিকতার বিকাশ ঘটে।
একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগী করে তোলে এবং শেখার আগ্রহ
বৃদ্ধি করে।
আমাদের বিশ্বাস, শৃঙ্খলা কোনো চাপ নয়—বরং এটি আত্মনিয়ন্ত্রণ ও
আত্মমর্যাদাবোধের শিক্ষা। তাই বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে
নিয়ম-কানুন, পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়,
যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।